ব্যান্ড কিং জেমস সবসময়ই ব্যক্তিগত জীবনকে গোপন রেখেছেন। সব আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকতেন তার গান ও মঞ্চ। কিন্তু সম্প্রতি হঠাৎ করে তিনি বিয়ে ও সন্তানের খবর প্রকাশ্যে আনেন, যা সামাজিক মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
জেমসের তৃতীয় স্ত্রী নামিয়া আমিন আনাম যুক্তরাষ্ট্র প্রবাসী। ছোটবেলা থেকেই তিনি বাবা নুরুল আমিন ও মা নাহিদ আমিনের সঙ্গে যুক্তরাষ্ট্রে বড় হয়েছেন। একজন নৃত্যশিল্পী হিসেবে তার নিজস্ব পরিচিতি রয়েছে।
২০২৩ সালে জেমস আমেরিকা সফরের সময় লস অ্যাঞ্জেলেসে মাহফুজ আনামের মাধ্যমে নামিয়ার সঙ্গে প্রথম পরিচয় হয়। এরপর সম্পর্কের সূত্রপাত হয় এবং বাংলাদেশে ফিরে আসার কিছুদিনের মধ্যে নামিয়াও ঢাকায় চলে আসেন। তারা দুজন মিলেই বিয়ের সিদ্ধান্ত নেন। ২০২৪ সালের ১২ জুন ঢাকায় বিয়ে সম্পন্ন হয়, এবং এখন তারা রাজধানীর বনানীতে বসবাস করছেন।
নতুন জীবন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে চলতি বছর ৮ জুন নিউইয়র্কের হান্টিংটন টং হাসপাতালে জন্ম নেয় তাদের প্রথম সন্তান জিবরান আনাম। এই প্রসঙ্গে জেমস বলেন, ‘আল্লাহর অশেষ কৃপায় ভালো আছি। যত দিন বাঁচি, যেন গান গেয়ে যেতে পারি। সবাই দোয়া করবেন।’
জেমসের পূর্ব ইতিহাসও সমান আলোড়ন সৃষ্টি করেছিল। প্রথম বিয়ে করেছিলেন অভিনেত্রী রথির সঙ্গে, যার সংসারে রয়েছে এক ছেলে দানিশ ও এক মেয়ে জান্নাত। পরে তিনি দ্বিতীয়বার বিয়ে করেন বেনজীর সাজ্জাদকে। ২০১৪ সালে সেই দম্পতি বিচ্ছেদ হয় এবং বেনজীর কন্যাসন্তান জাহান যুক্তরাষ্ট্রের ডালাসে স্থায়ীভাবে বসবাস করতে থাকে, আর জেমস দেশে থেকে গান ও মঞ্চে মনোযোগী হন।
এবার তৃতীয়বার নতুন জীবনের সূচনা করেছেন জেমস—স্ত্রী নামিয়া আমিন ও নবজাতক পুত্র জিবরানকে নিয়ে।











