বিশ্বজুড়ে খবর, এক ক্লিকেই

January 16, 2026 5:05 am
January 16, 2026 5:05 am

নতুন লুকে শাকিব খান, দর্শক বলছেন ‘চিনতেই পারিনি’

ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান যেন প্রতিটি সিনেমায়ই নিজেকে নতুনভাবে উপস্থাপন করতে ভালোবাসেন। এবারও ব্যতিক্রম নয়। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের নতুন লুক প্রকাশ করে চমকে দিয়েছেন ভক্তদের।

সম্প্রতি নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি ছবি পোস্ট করেন শাকিব খান। একই সঙ্গে সেটি ফেসবুক পেজেও শেয়ার করেন তিনি। ছবিতে দেখা যায়, ঢিলেঢালা কালো পোশাক, শার্ট-প্যান্ট, এলোমেলো চুল, ক্লিন শেভড মুখে মোটা গোঁফ, চোখে কালো সানগ্লাস এবং পায়ে সাদা স্লিপার স্যান্ডেল।

ক্যাপশনে শাকিব লিখেছেন, “আপনি নিজেকে যত বেশি জানবেন, অন্যকে ততই কম ব্যাখ্যা করার প্রয়োজন হবে।”
ছবিটি প্রকাশের পর মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে।

দর্শকদের প্রতিক্রিয়া

নায়কের এমন নতুন রূপে মুগ্ধ দর্শকরা প্রথমে তাকে চিনতেই পারেননি। এক ভক্ত লিখেছেন, “মেগাস্টার শাকিব খান—আমি তার ভক্ত হয়েও চিনতে কষ্ট হয়েছে!” আরেকজন লিখেছেন, “কী লুক! প্রথম দেখায় চিনতেই পারিনি।”

নতুন সিনেমা ‘সোলজার’ নিয়ে গুঞ্জন

শাকিবের এই লুক তার নতুন সিনেমা ‘সোলজার’ থেকে নেওয়া—এমনটাই মনে করছেন ভক্তরা।
সিনেমাটি পরিচালনা করছেন সাকিব ফাহাদ, যেখানে শাকিব খানের বিপরীতে থাকছেন তানজিন তিশা। এছাড়া অভিনয় করেছেন তারিক আনাম খান, জান্নাতুল ফেরদৌস ঐশী, এবিএম সুমনরাকিন আবসা প্রমুখ।

রোমান্টিক-ড্রামা ও অ্যাকশন-থ্রিলার ঘরানার এ সিনেমাটি আগামী ডিসেম্বর মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

ভক্তদের প্রত্যাশা

সিনেমাপ্রেমীদের প্রত্যাশা, দীর্ঘদিন পর বড় পর্দায় শাকিব খানকে নতুন চরিত্রে দেখা যাবে, যা হয়তো ঢালিউডে নতুন মাত্রা যোগ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *