বিশ্বজুড়ে খবর, এক ক্লিকেই

January 16, 2026 5:04 am
January 16, 2026 5:04 am

আসামে দ্বিতীয় বিয়ে মানেই জেল, মন্ত্রিসভার অনুমোদন পেল বহুবিবাহবিরোধী বিল

ভারতের আসামে বহুবিবাহ রোধে কঠোর আইন আসছে। রাজ্যের মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে বহুবিবাহ প্রতিরোধ বিলের খসড়া, যেখানে দ্বিতীয় বা একাধিক বিয়ে করলে সর্বোচ্চ সাত বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। শুধু তাই নয়, বহুবিবাহের কারণে ক্ষতিগ্রস্ত নারীদের আর্থিক সহায়তায় গঠিত হবে একটি বিশেষ তহবিলও।

রবিবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে বিলটি অনুমোদিত হয়। আসাম বিধানসভায় এটি উপস্থাপন করা হবে চলতি মাসের ২৫ তারিখে।

মুখ্যমন্ত্রী সংবাদ সম্মেলনে বলেন, “এই আইন পাস হলে আসামে কেউ দ্বিতীয় বা তৃতীয়বার বিয়ে করলে তাকে গ্রেপ্তার করা হবে। অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ সাত বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে, এবং এতে তাৎক্ষণিক জামিনের সুযোগ থাকবে না।”

তিনি আরও জানান, বহুবিবাহে ক্ষতিগ্রস্ত নারীদের পাশে দাঁড়াতে সরকার বিশেষ তহবিল গঠন করবে। তার ভাষায়, “দ্বিতীয় বিয়ের পর অনেক নারী আর্থিক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হন। আমরা চাই, কেউ যেন এমন পরিস্থিতিতে অসহায় না হয়ে পড়েন।”

তবে এই আইন উপজাতি জনগোষ্ঠীর ক্ষেত্রে প্রযোজ্য হবে না। ষষ্ঠ তফসিলভুক্ত এলাকা, বিটিসি, কার্বিআংলং ও ডিমা হাসাও জেলার উপজাতিদের নিজস্ব সামাজিক প্রথা অনুযায়ী তারা এর বাইরে থাকবেন।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ২০২৬ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে এই বিল হিমন্ত সরকারের জন্য একটি বড় রাজনৈতিক পদক্ষেপ হতে পারে। অনেকের মতে, বহুবিবাহবিরোধী আইন পাস হলে রাজ্যে বিজেপির জনপ্রিয়তা আরও বাড়বে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *