থাইল্যান্ডের দক্ষিণ ব্যাংকক সিভিল কোর্ট আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিস ইউনিভার্স’-এর সহ-মালিক ও পরিচিত মিডিয়া উদ্যোক্তা অ্যান জাকাপং জাকরাজুততিপের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। প্রায় ৯ লাখ ৩০ হাজার ডলার, অর্থাৎ ৩০ মিলিয়ন বাত প্রতারণার মামলার নথি পর্যালোচনার পর আদালত এ সিদ্ধান্ত নেয়। বুধবার বিষয়টি নিশ্চিত করেন আদালতের একজন কর্মকর্তা।
ব্যাপক সমালোচনা, যৌনতাবাদ নিয়ে বিতর্ক এবং আয়োজকদের ক্ষুব্ধ প্রতিক্রিয়ার মধ্য দিয়ে শেষ হয়েছিল এবারের মিস ইউনিভার্স প্রতিযোগিতা। তবে মিস মেক্সিকোর বিজয় ঘোষণার পর নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেন জাকাপং।
তার মালিকানাধীন জেকেএন গ্লোবাল গ্রুপ প্রতিযোগিতাটির সহ-মালিক। অভিযোগকারী একজন প্লাস্টিক সার্জন দাবি করেন, জেকেএনে বিনিয়োগে রাজি করানোর সময় জাকাপং ইচ্ছাকৃতভাবে গুরুত্বপূর্ণ আর্থিক তথ্য গোপন করেছিলেন। আরও অভিযোগ রয়েছে—তিনি ২০২৩ সালে নির্দিষ্ট সময়ে অর্থ ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিলেও সেই প্রতিশ্রুতি ছিল বিভ্রান্তিকর।
মঙ্গলবার মামলার কার্যক্রম চলার কথা থাকলেও জাকাপং আদালতে হাজির হননি। আদালত মনে করছে তার এমন অনুপস্থিতি ‘পালানোর চেষ্টা’ হিসেবেও বিবেচিত হতে পারে। এ কারণেই তার বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়। নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৬ ডিসেম্বর।
স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, আর্থিক অস্থিরতার মাঝেই জাকাপং নাকি মেক্সিকো চলে গেছেন। তবে মিস ইউনিভার্স অর্গানাইজেশন স্পষ্ট জানিয়েছে—এই মামলা তাদের প্রতিযোগিতা বা দৈনন্দিন কার্যক্রমের সঙ্গে কোনোভাবেই সম্পর্কিত নয়।
ব্যাংককে অনুষ্ঠিত মিস ইউনিভার্স ২০২৫ পুরো আয়োজনজুড়ে ছিল নানা বিতর্কে ঘেরা। লাইভ সম্প্রচারে একজন পুরুষ সঞ্চালক বিজয়ী ফাতিমা বোশের প্রতি তাচ্ছিল্যপূর্ণ আচরণ করেন, যা নিয়ে তীব্র সমালোচনা ছড়িয়ে পড়ে। এতে ক্ষুব্ধ হয়ে বোশসহ বেশ কয়েকজন প্রতিযোগী মঞ্চ ত্যাগ করেন। পরে সংবাদসম্মেলনে কাঁদতে কাঁদতে ক্ষমা চান ওই সঞ্চালক। ঘটনাটি নজর কাড়ে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবামেরও।
উল্লেখ্য, একসময় ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন এই প্রতিযোগিতাটি ২০২২ সালে জেকেএন গ্লোবাল গ্রুপ কিনে নেয় ২০ মিলিয়ন ডলারে। পরে এর অর্ধেক শেয়ার ১৬ মিলিয়ন ডলারে বিক্রি করা হয় মেক্সিকোর লেগ্যাসি হোল্ডিং গ্রুপ ইউএসএ–এর কাছে।











