রাজধানী ঢাকায় শীতের প্রবেশ ঘটেছিল কয়েক দিন আগেই, তবে শুক্রবার সকাল যেন শীতের প্রকৃত আগমনী বার্তা নিয়ে হাজির হয়েছে। রাতভর ঠান্ডা হাওয়ার দাপটে সকালে শহরজুড়ে নেমে আসে আরও তীব্র শীতের অনুভূতি। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ ভোরে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যা মৌসুমের অন্যতম কম তাপমাত্রা। তার আগের দিন বৃহস্পতিবার সর্বনিম্ন ছিল ১৬ ডিগ্রি সেলসিয়াস।
সকাল ৭টার বুলেটিনে জানানো হয়, রাজধানী ও আশপাশের এলাকায় আকাশ থাকবে পরিষ্কার এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শীতের সঙ্গে যুক্ত আর্দ্রতার মাত্রা সকাল ৬টায় ছিল ৮৫ শতাংশ, ফলে ভোরবেলা হিমেল অনুভূতি আরও বাড়িয়ে দিয়েছে।
উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। দিনের তাপমাত্রায় বড় ধরনের পরিবর্তন হবে না বলেও ধারণা করা হচ্ছে। দিনের শেষে সূর্য অস্ত যাবে সন্ধ্যা ৫টা ১৩ মিনিটে, আর আগামীকাল সূর্য ওঠার কথা সকাল ৬টা ৩৩ মিনিটে।
শীতের এ হঠাৎ তীব্রতায় নগর জীবনে আসছে পরিবর্তন—সকালের রাস্তাঘাটে কমে গেছে মানুষের উপস্থিতি, বেড়েছে গরম পোশাকের ব্যবহার। শীত আরও কয়েক দিন স্থায়ী হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।










