এশিয়া কাপের ‘বি’ গ্রুপে শ্রীলঙ্কার বিরুদ্ধে অবিশ্বাস্যভাবে লড়াই করে প্রায় জয় ছিনিয়ে আনছিল হংকং। যদি লঙ্কানদের হারাতে পারত তারা, তবে বাংলাদেশের জন্য অনেক সহজ হতো সমীকরণ। কিন্তু শেষপর্যন্ত তা হয়নি। ফলে এখনো ছিটকে যায়নি টাইগাররা, তবে সুপার ফোরে যেতে হলে সামনের ম্যাচে জিততেই হবে এবং তার সঙ্গে মেলাতে হবে নানা অঙ্ক।
প্রথম শর্ত: জয়
আজ নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। টাইগারদের সুপার ফোরে টিকে থাকার প্রথম শর্তই হলো—জয় ছাড়া কোনো বিকল্প নেই।
কিন্তু এই চ্যালেঞ্জের কঠিন দিক হলো আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সাম্প্রতিক রেকর্ড খুব একটা সুখকর নয়। বিশেষ করে আজকের ম্যাচ ভেন্যুটি অনেকটা আফগানিস্তানের পরিচিত হোম কন্ডিশনের মতো, যা টাইগারদের জন্য বাড়তি পরীক্ষার কারণ হতে পারে।
যদি শ্রীলঙ্কা জেতে
এখন তাকাতে হবে গ্রুপের অন্য ম্যাচেও। ইতোমধ্যেই শ্রীলঙ্কা ২ ম্যাচেই জয় তুলে নিয়ে ৪ পয়েন্ট সংগ্রহ করেছে। যদি তারা আফগানিস্তানকেও হারায়, তবে ৬ পয়েন্ট নিয়ে নিশ্চিতভাবেই সুপার ফোরে জায়গা করে নেবে।
সেক্ষেত্রে বাংলাদেশ আজ আফগানিস্তানের বিপক্ষে যেকোনো ব্যবধানে জিতলেই সরাসরি ৪ পয়েন্ট নিয়ে রান রেটের হিসাব ছাড়াই সুপার ফোরে চলে যাবে।
যদি আফগানিস্তান জেতে
কিন্তু যদি উল্টোটা ঘটে, অর্থাৎ আফগানিস্তান শ্রীলঙ্কাকে হারায়, তবে তিন দলেরই পয়েন্ট হবে সমান ৪। এ অবস্থায় সর্বশেষ সিদ্ধান্ত আসবে নেট রান রেটের হিসাব থেকে।
বাংলাদেশ এখানে বেশ পিছিয়ে আছে। বর্তমানে রান রেটে শ্রীলঙ্কা ও আফগানিস্তান বাংলাদেশের চেয়ে এগিয়ে। ফলে এই পরিস্থিতি হলে টাইগারদের শুধু জিতলেই চলবে না, বরং অনেক বড় ব্যবধানে জিততে হবে আফগানিস্তানের বিপক্ষে।
যদি বাংলাদেশ হারে
সব হিসেব-নিকেশ তখনই থেমে যাবে যদি আজ হেরে যায় বাংলাদেশ।
- তাদের পয়েন্ট থেকে যাবে মাত্র ২।
- অন্যদিকে আফগানিস্তান ও শ্রীলঙ্কার পয়েন্ট হবে ৪।
- তখন গ্রুপ থেকে সরাসরি বিদায় নিতে হবে টাইগারদের, সুপার ফোরের লড়াইয়ে আর কোনো সমীকরণ কাজে আসবে না।
বাংলাদেশের সামনে পথ এখন কঠিন হলেও অসম্ভব নয়। জিততেই হবে, এবং পরিস্থিতি অনুযায়ী নজর রাখতে হবে রান রেটের দিকেও। আফগানিস্তানকে হারাতে পারলে সুপার ফোরের দরজা খুলবে, তবে সেই জয় কেমন হবে তা নির্ধারণ করে দেবে বাংলাদেশের ভাগ্য।
সোজা কথায়: আজকের ম্যাচটাই টাইগারদের জন্য “অল অর নাথিং”—জিততে হবে, হেরেই বিদায়।











