আবুধাবির পরাজয়ের প্রতিশোধ এবার দুবাইয়ে শোধ করল বাংলাদেশ। শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোর পর্বে জয়ের সূচনা করেছে লিটন দাসের দল।
বাংলাদেশের এই দারুণ জয়ের নায়ক দুই ব্যাটার—সাইফ হাসান ও তাওহিদ হৃদয়, দুজনই খেলেছেন দুর্দান্ত অর্ধশতক।
রান তাড়ার শুরুতেই ধাক্কা
১৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের প্রথম ওভারেই উইকেট হারায় বাংলাদেশ। ওপেনার তানজিদ হাসান তামিম শূন্য রানে ফিরলেও সাইফ ও লিটন মিলে দলকে সামাল দেন।
দ্বিতীয় উইকেটে তারা যোগ করেন ৫৯ রান। লিটন আউট হওয়ার আগে করেন ২৩ রান এবং এ পথে গড়েন এক রেকর্ডও। ২৫৫৬ রান নিয়ে তিনি এখন বাংলাদেশের টি-টোয়েন্টি ক্রিকেটের সর্বোচ্চ রান সংগ্রাহক, পেছনে ফেলেছেন সাকিব আল হাসানকে।
মাঝের জুটিতে জয়ের ভিত
এরপর সাইফ ও হৃদয় তৃতীয় উইকেটে ৫৪ রানের জুটি গড়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। ৬১ রানের ইনিংস খেলে সাইফ সাজঘরে ফেরেন, যেখানে ছিল ৪টি ছক্কা ও ২টি চার। অন্য প্রান্তে হৃদয় ৫৮ রান করে আউট হলেও তখন জয়ের খুব কাছেই ছিল টাইগাররা।
নাটকীয় সমাপ্তি
শেষ ওভারে বাংলাদেশের দরকার ছিল ৫ রান। প্রথম বলে জাকের আলি বাউন্ডারি মেরে ম্যাচ প্রায় নিশ্চিত করেন। তবে টানা দুই উইকেট পড়ে সামান্য উত্তেজনা তৈরি হয়। শেষ পর্যন্ত নাসুম আহমেদ এক রান নিয়ে ম্যাচ শেষ করে দেন।
লঙ্কানদের ইনিংস
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা সংগ্রহ করে ৭ উইকেটে ১৬৮ রান। ইনিংসের শেষদিকে দাসুন শানাকা খেলেন ঝোড়ো ৬৪ রানের অপরাজিত ইনিংস, যেখানে ছিল ৬টি ছক্কা ও ৩টি চার। বাংলাদেশের হয়ে মুস্তাফিজুর রহমান শিকার করেন সর্বোচ্চ ৩ উইকেট।











