গাজায় মানবিক সহায়তা নিয়ে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলা অবরুদ্ধ হতে শুরু করেছে ইসরায়েলের হাতে। বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে আল জাজিরার সরাসরি সম্প্রচারে জানানো হয়, নৌবহরের একাধিক জাহাজ ইতোমধ্যে আটক করা হয়েছে।
ফ্লোটিলার অফিসিয়াল বিবৃতিতে বলা হয়, “আমাদের জাহাজগুলো অবৈধভাবে আটক করা হচ্ছে। ক্যামেরা অফলাইনে নেওয়া হয়েছে এবং ইসরায়েলি সামরিক সদস্যরা জাহাজে প্রবেশ করেছে।” আয়োজকরা আরও জানান, জাহাজে থাকা বেসামরিক অংশগ্রহণকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন।
এর আগের দিন, ফিলিস্তিনি উপকূলের কাছাকাছি পৌঁছালে ইসরায়েলি যুদ্ধজাহাজ দুটি নৌকা—আলমা ও সিরিয়াসকে ঘিরে ধরে ভয় দেখানোর মতো কৌশল নেয়। এতে সব ধরনের নেভিগেশন ও যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।
ফ্লোটিলার আয়োজকদের দাবি, এ ধরনের আক্রমণাত্মক পদক্ষেপ ৪০টিরও বেশি দেশের নিরস্ত্র বেসামরিক নাগরিকদের জীবনকে মারাত্মক ঝুঁকিতে ফেলেছে।











