বিশ্বজুড়ে খবর, এক ক্লিকেই

January 16, 2026 5:04 am
January 16, 2026 5:04 am

বিএনপির প্রার্থী চূড়ান্তকরণ প্রক্রিয়া: শিগগিরই আসছে গ্রিন সিগন্যাল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থী নির্ধারণের কাজ জোরেশোরে চালিয়ে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, খুব অল্প সময়ের মধ্যেই প্রতিটি আসনের জন্য একজন করে প্রার্থীকে মাঠ পর্যায়ে কাজ করার অনুমতি বা “গ্রিন সিগন্যাল” দেওয়া হবে।

শুক্রবার (৩ অক্টোবর) ঢাকার গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য দেন।

তিনি বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক ও বৃহৎ রাজনৈতিক দল। প্রতিটি আসনেই একাধিক যোগ্য প্রার্থী রয়েছেন—কিছু আসনে এমনকি ১০ থেকে ১২ জন পর্যন্ত। তবে শেষ পর্যন্ত একক প্রার্থীকে মনোনয়ন দিয়ে তাকে মাঠে সক্রিয় করা হবে। আনুষ্ঠানিক ঘোষণা আসবে নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার পর।

এ সময় তিনি জাতীয় জীবনে নতুন কোনো সংকট তৈরি হতে পারে, এমন কোনো ইস্যু না তোলারও পরামর্শ দেন। পাশাপাশি নির্বাচনকেন্দ্রিক রাজনৈতিক সমঝোতা ও সম্ভাব্য জোট গঠনের বিষয়েও বিভিন্ন দলের সঙ্গে আলোচনা চলছে বলে জানান সালাহউদ্দিন আহমদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *