বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) আবারও নেতৃত্বের আসনে ফিরলেন দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল। এবারের নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা ভোটেই সভাপতি নির্বাচিত হয়েছেন তিনি।
অন্তর্বর্তীকালীন সভাপতির দায়িত্ব পালনের সময় থেকেই তার দক্ষতা ও নেতৃত্বের গুণে প্রশংসিত হচ্ছিলেন আমিনুল। তাই তার পুনরায় সভাপতি হওয়া ছিল সময়ের ব্যাপার মাত্র।
তামিম ইকবালসহ কয়েকজন সম্ভাব্য প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ায় সভাপতির আসনে বুলবুলের পথ আরও সহজ হয়ে যায়। ফলে পরিচালকদের সর্বসম্মত মতেই তিনি বিসিবির ২০তম সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন।
শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিসিবির ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ঢাকা বিভাগ থেকে ১৫ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হন আমিনুল, এরপর সভাপতির পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
এবারের নির্বাচনে তিন ক্যাটাগরিতে মোট ২৩ পরিচালক এবং এনএসসি থেকে ২ জন মিলিয়ে মোট ২৫ সদস্য নির্বাচিত হয়েছেন। সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন শাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ।
উল্লেখযোগ্য যে, চার মাস আগেও ফারুক আহমেদের স্থলাভিষিক্ত হয়ে অন্তর্বর্তীকালীন সভাপতির দায়িত্ব নিয়েছিলেন আমিনুল। এবার সেই দায়িত্বই স্থায়ী হলো তার জন্য।
বাংলাদেশ ক্রিকেটে এক নতুন অধ্যায় শুরু হলো আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে — যেখানে অভিজ্ঞতা, স্থিতিশীলতা এবং উন্নয়নের প্রতিশ্রুতি মিলেছে একসঙ্গে।











