বিশ্বজুড়ে খবর, এক ক্লিকেই

October 29, 2025 8:26 pm
October 29, 2025 8:26 pm

মেডিকেল ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর, চূড়ান্ত করল স্বাস্থ্য মন্ত্রণালয়

২০২৫-২৬ শিক্ষাবর্ষের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস ভর্তি পরীক্ষা আগামী ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। দেশের সব বিভাগীয় ও জেলা শহরে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

রবিবার (৬ অক্টোবর) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন—স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন, বিএমডিসির সভাপতি অধ্যাপক ডা. মো. সাইফুল ইসলাম, স্বাস্থ্য শিক্ষা বিভাগের যুগ্মসচিব মল্লিকা খাতুন এবং অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মহিউদ্দিন মাতুব্বর।

সভা শেষে অধ্যাপক ডা. নাজমুল হোসেন জানান,

“আমরা ১২ ডিসেম্বর তারিখটি চূড়ান্ত করেছি। আবেদন গ্রহণ, প্রবেশপত্র বিতরণ ও পরীক্ষার বিস্তারিত নির্দেশনা দ্রুত জানানো হবে।”

প্রতিবারের মতো এবারও ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এমসিকিউ (Multiple Choice Question) পদ্ধতিতে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এবারের পরীক্ষায় প্রায় ১ লাখ ২০ হাজারের বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারে।

ভর্তি পরীক্ষার পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি ও আবেদন প্রক্রিয়া অক্টোবরের শেষ সপ্তাহে প্রকাশ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এই তারিখ নির্ধারণের মধ্য দিয়ে ভবিষ্যৎ চিকিৎসক হওয়ার স্বপ্নে থাকা হাজারো শিক্ষার্থীর প্রস্তুতি এখন আরও গতিময় হয়ে উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *