বিশ্বজুড়ে খবর, এক ক্লিকেই

October 29, 2025 8:21 pm
October 29, 2025 8:21 pm

লাহোর টেস্টে ফিফটির দাপট: পাকিস্তানের নিয়ন্ত্রণে প্রথম দিন

লাহোরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টের প্রথম দিনটা দারুণ কাটাল পাকিস্তান। একের পর এক ফিফটির ফুলঝুরিতে দিন শেষে ৫ উইকেটে ৩১৩ রানে পৌঁছে গেছে স্বাগতিকরা। যদিও ওপেনার ইমাম-উল-হক অল্পের জন্য সেঞ্চুরি মিস করেছেন, তবুও তার ইনিংস পাকিস্তানকে শক্ত ভিত দিয়েছে।

প্রথম দিন শুরুটা মোটেও ভালো ছিল না পাকিস্তানের। ইনিংসের শুরুতেই মাত্র ২ রানে হারায় আব্দুল্লাহ শফিকের উইকেট। সেখান থেকে দলকে টেনে তোলেন অধিনায়ক শান মাসুদ ও ইমাম-উল-হক, দ্বিতীয় উইকেটে গড়েন ১৬১ রানের অসাধারণ জুটি।

মাসুদ দুর্দান্ত ব্যাটিং করে ৭৬ রান করে আউট হন, আর ইমাম থামেন ৯৩ রানে, সেঞ্চুরি থেকে মাত্র ৭ রান দূরে। তার ইনিংসে ছিল ৯ চার ও ১ ছক্কা। শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার স্পিনার সেনুরান মুথুসামির বলে টনি ডি জর্জিকে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।

তিন উইকেটের ধাক্কায় কিছুটা বিপাকে পড়লেও, পরিস্থিতি সামলে দেন মোহাম্মদ রিজওয়ানসালমান আগা। এই দুই ব্যাটার গড়ে তোলেন ১১৪ রানের অপরাজিত জুটি এবং দুজনেই তুলে নেন ফিফটি। দিন শেষে রিজওয়ান অপরাজিত ৬২, আর সালমান থাকেন ৫২ রানে

দক্ষিণ আফ্রিকার হয়ে মুথুসামি নিয়েছেন সর্বোচ্চ ২ উইকেট। এখন দেখার বিষয়—দ্বিতীয় দিনে রিজওয়ান ও সালমান কেউ কি সেঞ্চুরিতে পৌঁছাতে পারেন, নাকি আগের তিন সতীর্থের মতো তারাও থামবেন ফিফটিতে!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *