বাংলাদেশের দ্রুত বর্ধনশীল অর্থনীতি ও বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরে ওয়েলসের ব্যবসায়ীদের প্রতি দেশটিতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম। তিনি বলেছেন, দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্র হিসেবে বাংলাদেশ এখন বিদেশি বিনিয়োগের নতুন দিগন্ত উন্মোচন করছে।
সম্প্রতি ওয়েলস-বাংলাদেশ চেম্বার অব কমার্স (WBCC) আয়োজিত বিজনেস এক্সপো ও সেমিনারে অংশ নিয়ে হাইকমিশনার বলেন, “বাংলাদেশের অর্থনীতি আজ এক রূপান্তরের পথে। নবায়নযোগ্য জ্বালানি, কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ, তথ্যপ্রযুক্তি, ফিনটেক, শিক্ষা, পর্যটন ও সেমিকন্ডাক্টর খাতে বিনিয়োগের অগাধ সম্ভাবনা রয়েছে।”
আয়োজনে ওয়েলস সরকারের বিভিন্ন পদস্থ কর্মকর্তা, অর্থমন্ত্রী মার্ক ড্রেকফোর্ড, ওয়েস্ট গ্লামরগানের লর্ড লেফটেন্যান্ট লুইস ফ্লিট এবং ওয়েলসের সেক্রেটারি অব স্টেট জো স্টিভেনসসহ শীর্ষ স্থানীয় ব্যবসায়ী ও বিনিয়োগকারী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আবিদা ইসলাম ওয়েলসের উদ্যোক্তাদের উদ্দেশে বলেন, “বাংলাদেশ এখন আর কেবল শ্রমনির্ভর অর্থনীতি নয়, বরং উদ্ভাবন ও প্রযুক্তিনির্ভর প্রবৃদ্ধির পথে এগিয়ে চলেছে। ওয়েলসের ব্যবসায়ীরা যদি এখনই এই বাজারে প্রবেশ করেন, তবে উভয় পক্ষের জন্যই তা লাভজনক হবে।”
সেমিনারের প্রশ্নোত্তর পর্বে হাইকমিশনার ওয়েলসের ব্যবসায়িক সংগঠনগুলোকে বাংলাদেশে আসন্ন বাণিজ্য মিশনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান। পাশাপাশি ফিনটেক ওয়েলস এবং চার্টার্ড ইনস্টিটিউট অব এক্সপোর্ট অ্যান্ড ইন্টারন্যাশনাল ট্রেড ওয়েলস-এর প্রতিনিধিদের সঙ্গে ভবিষ্যৎ সহযোগিতার বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেন।
ডব্লিওবিসিসি আয়োজিত এই এক্সপো সেমিনার বাংলাদেশের সঙ্গে ওয়েলসের অর্থনৈতিক অংশীদারিত্ব আরও সুদৃঢ় করেছে। বিশেষজ্ঞদের মতে, এই উদ্যোগ দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ, প্রযুক্তি হস্তান্তর ও যৌথ বিনিয়োগের নতুন অধ্যায় সূচনা করতে পারে।











