বিশ্বজুড়ে খবর, এক ক্লিকেই

January 16, 2026 12:50 am
January 16, 2026 12:50 am

ওসমান হাদির সন্তান ও পরিবারের দায়িত্ব নেবে সরকার: প্রধান উপদেষ্টা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে জাতির উদ্দেশে দেওয়া এক বিশেষ ভাষণে তিনি এই সাহসী বীরের পরিবারের পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওসমান হাদির বিদায়ের খবর আসার পর প্রধান উপদেষ্টা তার ভাষণে দেশের জন্য হাদির আত্মত্যাগের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

প্রধান উপদেষ্টা ঘোষণা দেন যে, মরহুম ওসমান হাদির স্ত্রী ও সন্তানের যাবতীয় দায়িত্ব এখন থেকে সরকারের। তাদের ভবিষ্যৎ নিরাপত্তা ও লালন-পালনের সব দায়ভার রাষ্ট্র বহন করবে।

ড. ইউনূস বলেন, ওসমান হাদি দেশের সার্বভৌমত্ব ও ন্যায়ের লড়াইয়ে যে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন, জাতি তা কোনোদিন ভুলবে না। তার পরিবারের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব।

হাদির অসামান্য ত্যাগের প্রতি সম্মান জানিয়ে আগামী শনিবার (২০ ডিসেম্বর) সারাদেশে রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। প্রধান উপদেষ্টা তার ভাষণে দেশবাসীকে এই বীর যোদ্ধার আত্মার মাগফিরাত কামনায় দোয়া করার আহ্বান জানান।

বিজয়নগরে মাথায় গুলিবিদ্ধ হওয়ার পর দেশে ও বিদেশে কয়েক দফা অস্ত্রোপচার শেষে না ফেরার দেশে পাড়ি জমালেন জুলাই অভ্যুত্থানের এই অকুতোভয় সেনানী। তার মৃত্যুতে পুরো বাংলাদেশে এখন শোকের ছায়া বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *