বিশ্বজুড়ে খবর, এক ক্লিকেই

January 16, 2026 1:07 am
January 16, 2026 1:07 am

১৩ নভেম্বর শেখ হাসিনার মামলার রায় ঘোষণার তারিখ নিয়ে উদ্বেগের কারণ নেই — প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মোহাম্মদ মনোয়ার হোসাইন তামিম জানিয়েছেন, আগামী ১৩ নভেম্বর শেখ হাসিনার মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণ নিয়ে কোনো ধরনের উদ্বেগ বা জটিলতা নেই।

রোববার (৯ নভেম্বর) সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “রাজনৈতিক পরিস্থিতি যাই থাকুক না কেন, শেখ হাসিনার মামলার রায়ের তারিখ ঘোষণা নিয়ে কোনো উদ্বেগের কারণ নেই। ১৩ নভেম্বর রায় ঘোষণা করা হবে না, বরং সেদিন রায় ঘোষণার দিন নির্ধারণ করা হবে।”

রায়ের দিন নির্ধারণ, রায় ঘোষণা নয়

প্রসিকিউটর তামিম আরও বলেন, “আদালত রায় ঘোষণার দিন ঠিক করবেন। এর আগে ট্রাইব্যুনালে কোনো মামলার কার্যক্রম শেষ হলে ‘কজ অ্যাওয়েটিং ভারডিক্ট’ (CAB) অবস্থায় রাখা হতো। এখন শেখ হাসিনার মামলায় সেই প্রক্রিয়াই অনুসরণ করা হচ্ছে— ১৩ নভেম্বর শুধু রায় ঘোষণার দিন ঠিক করা হবে।”

তিনি আরও যোগ করেন, “বাইরের অনেকে আদালতের নিয়ম না জেনে ধারণা করছেন সেদিনই রায় ঘোষণা করা হবে— আজ আমরা সেটি পরিষ্কার করলাম।”

রাজনৈতিক উত্তাপের মধ্যেও আইনি প্রক্রিয়া চলমান

উল্লেখ্য, আগামী ১৩ নভেম্বর মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে রায় ঘোষণার দিন নির্ধারণ করা হবে।

এই ঘটনাকে কেন্দ্র করে নিষিদ্ধ আওয়ামী লীগ ১৩ নভেম্বর রাজধানী ঢাকায় “লকডাউন কর্মসূচি” ঘোষণা করেছে, যা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছে।

ট্রাইব্যুনালের প্রক্রিয়া নিয়ম অনুযায়ী

প্রসিকিউটর তামিম বলেন, “আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সব সময় নির্দিষ্ট আইনি কাঠামো মেনে কাজ করে। রায়ের দিন নির্ধারণ আদালতের এখতিয়ারভুক্ত বিষয়, এ নিয়ে কোনো বাহ্যিক প্রভাব বা রাজনৈতিক ব্যাখ্যার সুযোগ নেই।”

তিনি আরও জানান, আদালতের কার্যক্রম নিয়মিতভাবে চলছে, এবং মামলার প্রতিটি ধাপ স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *