বিগ ব্যাশ লিগে (বিবিএল) নিজের দ্বিতীয় ম্যাচেই বল হাতে দারুণ ছাপ রাখলেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। মেলবোর্ন স্টার্সের বিপক্ষে হোবার্ট হারিকেন্সের হয়ে তিনি একাই নেন দুটি গুরুত্বপূর্ণ উইকেট। তবে মার্কাস স্টয়নিসের বিধ্বংসী ব্যাটিংয়ে রিশাদের নৈপুণ্য ম্লান হয়ে যায়। ২৪ বল হাতে রেখেই ৮ উইকেটের সহজ জয় তুলে নেয় মেলবোর্ন।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে টস হেরে আগে ব্যাটিংয়ে নামে হোবার্ট। ওপেনার বেন ম্যাকডারমটের ৫২ বলে ৬৯ ও টিম ডেভিডের ৩১ রানে ভর করে ২০ ওভারে ৯ উইকেটে ১৫৮ রান সংগ্রহ করে দলটি। তবে এই দুজন ছাড়া ব্যাটিং লাইনে ধস নামে; ম্যাথু ওয়েড (১১) ছাড়া আর কেউ দুই অঙ্কে পৌঁছাতে পারেননি। শেষদিকে রিশাদ হোসেন ৩ বলে একটি চারসহ ৫ রান করে অপরাজিত থাকেন। মেলবোর্নের পক্ষে পিটার সিডল ৩টি এবং হারিস রউফ ও স্টয়নিস ২টি করে উইকেট নেন।
১৫৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মেলবোর্নকে ভালো শুরু এনে দেন জো ক্লার্ক ও থমাস রজার্স। দলীয় ৪৬ রানে রিশাদ হোসেন হোবার্টকে প্রথম সাফল্য এনে দেন। ইনিংসের ষষ্ঠ ওভারে নিজের প্রথম বলেই বিপজ্জনক রজার্সকে (৩০) ফিরিয়ে দেন তিনি। প্রথম ওভারে খরচ করেন মাত্র ৪ রান।
পরের ওভারে আবারও আঘাত হানেন রিশাদ। ইনিংসের অষ্টম ওভারে তিনি আউট করেন ২০ রান করা ওপেনার জো ক্লার্ককে। প্রথম দুই ওভারে ১৪ রান দিয়ে ২ উইকেট নিয়ে মেলবোর্নকে চাপে ফেললেও দশম ওভারে কিছুটা খেই হারান তিনি; ওই ওভারে দেন ১৯ রান। শেষ পর্যন্ত ৩ ওভারে ৩৩ রান দিয়ে ২ উইকেট নেন এই বাংলাদেশি লেগ স্পিনার।
রিশাদের পর অন্য বোলাররা প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হলে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় মেলবোর্ন। তৃতীয় উইকেটে অধিনায়ক মার্কাস স্টয়নিস ও ক্যাম্পবেল কেলাওয়ে ঝোড়ো জুটি গড়েন। স্টয়নিস মাত্র ৩১ বলে ৬২ রানের বিধ্বংসী ইনিংস খেলেন, আর কেলাওয়ে ২৭ বলে ৪২ রান করে অপরাজিত থাকেন। তাদের দাপুটে ব্যাটিংয়ে ১৬ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় মেলবোর্ন স্টার্স।










