বিশ্বজুড়ে খবর, এক ক্লিকেই

January 16, 2026 2:12 am
January 16, 2026 2:12 am

কাল সারাদেশের শিক্ষার্থী-স্বাধীনতাকামীদের শাহবাগে আসার আহ্বান ইনকিলাব মঞ্চের

শহীদ শরীফ ওসমান বিন হাদির খুনিদের গ্রেপ্তার ও বিচার দাবিতে সারাদেশে সর্বাত্মক অবরোধ পালনের পর সারাদেশের শিক্ষার্থীদের আগামীকাল সোমবার দুপুর ২টায় শাহবাগে আসার আহবান জানিয়ে কর্মসূচি শেষ করেছে ইনকিলাব মঞ্চ।

আজ রোববার বেলা দুইটার পর থেকে কেন্দ্রীয়ভাবে ঢাকার শাহবাগে অবরোধ শুরু করে সংগঠনটি। পরে রাত দশটার দিকে অবরোধ তুলে নেওয়া হয়। এছাড়া চট্টগ্রাম, রংপুরে অবরোধ কর্মসূচি পালন করা হয়। রাত আটটার দিকে সারাদেশে অবরোধ তুলে নেওয়া হয়।

রোববার রাত দশটায় শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, ‘আগামীকাল দুপুর ২টায় বাংলাদেশের যত বিশ্ববিদ্যালয় রয়েছে, কওমী ও আলিয়া মাদরাসা রয়েছে, স্কুল-কলেজ রয়েছে এবং স্বাধীনতাকামী জনগণ রয়েছে, প্রত্যেককে শাহবাগে হাদি চত্বরে এসে অবস্থান নেওয়ার অনুরোধ রইল। বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত লড়াই চলবে। লড়াই কঠোর থেকে কঠোর হবে।’

শাহবাগের কর্মসূচিতে নতুন করে চারদফা দাবি জানানো হয়, হাদি হত্যার সঙ্গে জড়িত সবার ২৪ দিনের মধ্যে বিচার করা, বাংলাদেশে কর্মরত ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিল করা, পতিত শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের ফেরত না দিলে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতের আশ্রয় নেওয়া, সিভিল-মিলিটারির আওয়ামী লীগের দোসরদের বিচারের মুখোমুখি করা।

এর আগে শনিবার রাতে দেশের সব বিভাগীয় শহরে সর্বাত্মক অবরোধের ডাক দেয় ইনকিলাব মঞ্চ। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, দুপুর দুইটার পর ইনকিলাব মঞ্চ শাহবাগ মোড় বন্ধ করে দেয়। এতে শাহবাগ দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।

সরেজমিন দেখা যায়, শাহবাগ মোড়ের মাঝখানে বসে আছেন নেতাকর্মীরা। একটু পরপর স্লোগান দিচ্ছেন।

এসময় মঞ্চের নেতাকর্মীরা ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘গোলামি না আজাদি, আজাদি আজাদি’, ‘যেই হাদি জনতার, সেই হাদি মরে না’, ‘হাদি না মোদি, হাদি হাদি’ স্লোগান দিচ্ছেন।

এদিকে হাদি হত্যার বিচার দাবিতে চট্টগ্রামের শাহ আমানত সেতু অবরোধ করেন স্থানীয় কর্মী-সমর্থকরা। পরে সাড়ে ৫টার দিকে ইনকিলাব মঞ্চের কর্মীরা সড়ক থেকে সরে গেলে চট্টগ্রাম থেকে কক্সবাজার, বান্দরবানসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন উপজেলায় যানবাহন চলাচল শুরু হয়।

দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রোববার বেলা ২টার পরে শাহ আমানত সেতুর মুখে গোল চত্বরের আশপাশে ইনকিলাব মঞ্চের কয়েকশ কর্মী সড়ক অবরোধ শুরু করে বিভিন্ন স্লোগান দেন।

রংপুরে বিকেল তিনটার দিকে নগরীর ডিসির মোড় শহীদ হাদি চত্বরে অবস্থান নেন ইনকিলাব মঞ্চ নেতাকর্মীসহ সাধারণ শিক্ষার্থীরা। কর্মসূচি থেকে শহীদ ওসমান হাদিকে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *