বিশ্বজুড়ে খবর, এক ক্লিকেই

October 29, 2025 10:49 pm
October 29, 2025 10:49 pm

নিকুঞ্জে ব্র্যাক ব্যাংকের নতুন শাখা উদ্বোধন: গ্রাহকসেবায় আরও এক ধাপ এগিয়ে

ঢাকার নিকুঞ্জে আধুনিক ও গ্রাহকবান্ধব ব্যাংকিং সেবা সম্প্রসারণের লক্ষ্যে নতুন একটি শাখা চালু করেছে ব্র্যাক ব্যাংক লিমিটেড
১২ অক্টোবর (রোববার) রাজধানীর জোয়ার সাহারা বাণিজ্যিক এলাকার এশিয়ান টাওয়ারে অবস্থিত নিকুঞ্জ ব্রাঞ্চের উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রেফাত উল্লাহ খান

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক শেখ মোহাম্মদ আশফাক, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম, হেড অব জেনারেল সার্ভিসেস ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আমিন আকবর, সিনিয়র জোনাল হেড (উত্তর) এ কে এম তারেক এবং ব্যাংকের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা।


উন্নত ব্যাংকিংয়ের নতুন কেন্দ্র

নিকুঞ্জ শাখার অবস্থান রাজধানীর অন্যতম কৌশলগত এলাকায়—বিমানবন্দর, কূটনৈতিক অঞ্চল এবং প্রধান আবাসিক ও বাণিজ্যিক কেন্দ্রের নিকটে।
এই কারণে নতুন ব্রাঞ্চটি এসএমই, রিটেইল ও করপোরেট গ্রাহকদের জন্য দ্রুত, নিরাপদ ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

ঢাকার দ্রুত বিকাশমান এলাকাগুলোর মধ্যে নিকুঞ্জ এখন ব্যবসা-বাণিজ্যের নতুন হাবে পরিণত হচ্ছে। সেখানে ব্র্যাক ব্যাংকের উপস্থিতি স্থানীয় উদ্যোক্তা ও ব্যবসায়ী সম্প্রদায়ের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলবে।


ব্যাংকিং নেটওয়ার্কে নতুন সংযোজন

এই শাখা উদ্বোধনের মাধ্যমে ব্র্যাক ব্যাংক দেশের বিভিন্ন প্রান্তে তাদের উপস্থিতি আরও সম্প্রসারিত করল।
বর্তমানে ব্যাংকটির রয়েছে—

  • ২৯৮টি ব্রাঞ্চ ও সাব-ব্রাঞ্চ,
  • ৩৩০টি এটিএম বুথ,
  • ৪৪৬টি এসএমই ইউনিট অফিস,
  • এবং ১,১২১টি এজেন্ট ব্যাংকিং আউটলেট

এই সুবিশাল নেটওয়ার্কের মাধ্যমে ব্র্যাক ব্যাংক দেশের অন্যতম বৃহৎ ও অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং প্রতিষ্ঠান হিসেবে নিজেদের অবস্থান শক্ত করেছে।


প্রতিশ্রুতি ও দৃষ্টিভঙ্গি

উদ্বোধনী অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক তারেক রেফাত উল্লাহ খান বলেন,

“গ্রাহকদের কাছে পৌঁছানোই আমাদের মূল লক্ষ্য। আধুনিক প্রযুক্তিনির্ভর সেবা ও উদ্ভাবনী ব্যাংকিং সল্যুশন দিয়ে আমরা প্রতিটি গ্রাহকের অভিজ্ঞতাকে আরও সহজ, দ্রুত ও উপভোগ্য করতে চাই।”


 


 


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *