বাংলাদেশে প্রবাসীদের রেমিট্যান্স প্রবাহ সেপ্টেম্বরেও আশাব্যঞ্জক অবস্থানে রয়েছে। সদ্য প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, গত মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার, যা টাকায় প্রায় ৩২ হাজার ৭০০ কোটি টাকা (প্রতি ডলার ১২১.৭৫ টাকা ধরে)।
 অবিরাম ধারা অব্যাহত:
গত বছরের সেপ্টেম্বরের তুলনায় প্রবাস আয় বেড়েছে প্রায় ২৮ কোটি ডলার। ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে প্রবাস আয় ছিল ২৪০ কোটি ৪১ লাখ ডলার, আর চলতি বছরের আগস্ট মাসে এসেছিল ২৪২ কোটি ১৮ লাখ ডলার।
 রেমিট্যান্সের মাসভিত্তিক চিত্র:
একক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল চলতি বছরের মার্চ মাসে — ৩২৯ কোটি ৫৬ লাখ ডলার।
এরপর মে মাসে আসে ২৯৬ কোটি, জুনে ২৮২ কোটি, এবং এপ্রিলে ২৭৫ কোটি ডলার। সেপ্টেম্বরেও সেই ধারা বজায় রেখেছে প্রবাসীরা।
 ব্যাংকভিত্তিক বিশ্লেষণ:
রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৬ কোটি ৬৮ লাখ ডলার,
বিশেষায়িত কৃষি ব্যাংকগুলোর মাধ্যমে ২৫ কোটি ৮২ লাখ ডলার,
বেসরকারি ব্যাংকগুলো থেকে এসেছে ১৯৫ কোটি ৪৬ লাখ ডলার,
আর বিদেশি ব্যাংকগুলো পাঠিয়েছে মাত্র ৬২ লাখ ডলার।
 যেসব ব্যাংকের মাধ্যমে কোনো রেমিট্যান্স আসেনি:
দেশি ব্যাংকগুলোর মধ্যে পদ্মা ব্যাংক, আইসিবি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক থেকে কোনো প্রবাস আয় পাওয়া যায়নি।
বিদেশি ব্যাংকগুলোর মধ্যে স্টেট ব্যাংক অব ইন্ডিয়া, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান ও হাবিব ব্যাংক থেকেও কোনো রেমিট্যান্স আসেনি।
 বিশ্লেষকদের মত:
অর্থনীতিবিদরা বলছেন, বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠাতে প্রবাসীদের আগ্রহ বাড়ছে, বিশেষ করে হুন্ডি কমানোর উদ্যোগ ও বিনিময় হার সামঞ্জস্যের কারণে।
সব মিলিয়ে, সেপ্টেম্বরের তথ্য প্রমাণ করছে—বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ টিকিয়ে রাখতে প্রবাসীরা এখনো সবচেয়ে বড় ভরসা।
 
								 
															










