বিশ্বজুড়ে খবর, এক ক্লিকেই

January 15, 2026 11:13 pm
January 15, 2026 11:13 pm

কন্যাসন্তানের বাবা হলেন সংগীতশিল্পী ইমরান মাহমুদুল

জনপ্রিয় সংগীতশিল্পী ও সংগীত পরিচালক ইমরান মাহমুদুলের পরিবারে এসেছে নতুন সুখবর। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে সোমবার বিকেলে জন্ম নেয় তার ও স্ত্রী মেহের আয়াত জেরিনের প্রথম সন্তান এক কন্যাশিশু। ইমরানের ঘনিষ্ঠজন ও সহশিল্পী মোহাম্মদ মিলন সন্তানের আগমনের খবরটি গণমাধ্যমে নিশ্চিত করেন।

মিলন জানান, পরিবারে নতুন অতিথির আগমন সবাইকে আনন্দে ভাসিয়েছে। মা ও নবজাতক দু’জনই সুস্থ আছেন বলে জানিয়েছেন চিকিৎসক। ইমরান এই আনন্দঘন মুহূর্তে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের কাছে সন্তানের জন্য দোয়া চেয়েছেন।

২০২৩ সালের ২৪ মে পারিবারিক আয়োজনেই মেহের আয়াত জেরিনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ইমরান। বিয়ের পর থেকে দু’জনই আলোচনার আড়ালে হলেও নিজেদের ব্যক্তিজীবন শান্তিপূর্ণভাবে কাটিয়ে আসছিলেন।

২০০৮ সালে চ্যানেল আই সেরাকণ্ঠ প্রতিযোগিতায় অংশ নেওয়ার মাধ্যমে ইমরানের সংগীতযাত্রা শুরু। অল্প সময়ের মধ্যেই একক গায়ক, সুরকার ও সংগীত পরিচালক হিসেবে তিনি নিজের অবস্থান দৃঢ় করেন। গত এক যুগে তার কণ্ঠের বহু গান শ্রোতাদের হৃদয় জয় করেছে। তার কাজের স্বীকৃতি হিসেবে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ একাধিক সম্মাননা।

নতুন সন্তানের আগমনে এই সফল সংগীতশিল্পীর ব্যক্তিজীবনে যুক্ত হলো নতুন অধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *