রাশিয়ার দূরপ্রাচ্যের কামচাটকা অঞ্চলের পূর্ব উপকূলে ৭.৪ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় গভীর রাতে অনুভূত হওয়া এ কম্পনে উপকূলজুড়ে আতঙ্ক সৃষ্টি হয়।
কেন্দ্রস্থল ও গভীরতা
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস (USGS) জানিয়েছে—
- ভূমিকম্পের কেন্দ্র ছিল কামচাটকার প্রধান শহর পেট্রোপাভলভস্ক-কামচাটস্কি থেকে প্রায় ১১১.৭ কিলোমিটার (৬৯.৩ মাইল) পূর্বে।
- এর উৎপত্তিস্থল ছিল মাটির ৩৯ কিলোমিটার গভীরে।
এটি যথেষ্ট অগভীর হওয়ায় ভূমিকম্পের প্রভাব তীব্রভাবে অনুভূত হয়েছে বলে জানান বিশেষজ্ঞরা।
সুনামির আশঙ্কা
ভূমিকম্পের পরপরই প্যাসিফিক সুনামি সতর্কতা কেন্দ্র সতর্কবার্তা জারি করে জানায়, কেন্দ্রস্থল থেকে প্রায় ৩০০ কিলোমিটার (১৮৬ মাইল) ব্যাসার্ধের ভেতরে অবস্থিত উপকূলীয় অঞ্চলে বিপজ্জনক ঢেউ আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে।
স্থানীয় কর্তৃপক্ষ উপকূলবর্তী এলাকাগুলোর মানুষকে সজাগ থাকতে এবং প্রয়োজন হলে উঁচু স্থানে সরে যেতে নির্দেশ দিয়েছে। তবে এখন পর্যন্ত বড় ক্ষয়ক্ষতির কোনো খবর মেলেনি।
স্মরণ করিয়ে দিলো অতীতের ভূকম্পন
এর আগে চলতি বছরের জুলাই মাসে একই এলাকায় ৮.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল। সেই ভূমিকম্পের প্রভাবে পুরো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে জারি করা হয়েছিল সুনামি সতর্কতা।
ভূমিকম্পপ্রবণ অঞ্চল হিসেবে পরিচিত কামচাটকা প্রশান্ত মহাসাগরের “রিং অব ফায়ার”-এর অংশ, যেখানে নিয়মিত আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ও ভূমিকম্প সংঘটিত হয়।
কামচাটকায় আঘাত হানা এই ৭.৪ মাত্রার ভূমিকম্প আবারও প্রমাণ করল যে, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল প্রাকৃতিক দুর্যোগের জন্য কতটা ঝুঁকিপূর্ণ। বিশেষজ্ঞরা বলছেন, সুনামির আশঙ্কা ঘিরে পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং স্থানীয় কর্তৃপক্ষ জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে।











