বিশ্বজুড়ে খবর, এক ক্লিকেই

January 16, 2026 12:55 am
January 16, 2026 12:55 am

দুর্নীতির অভিযোগে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সামছুর রহমানের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

দুর্নীতির অভিযোগের কারণে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সামছুর রহমানের বিদেশ গমন নিষিদ্ধ করেছে আদালত। একই সঙ্গে তার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সাময়িকভাবে ব্লক করার নির্দেশও দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম

দুদকের উপপরিচালক আলমগীর হোসেন আদালতে এই আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, সামছুর রহমানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের গুরুতর অভিযোগ রয়েছে।

দুদকের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, সামছুর রহমান ও তার পরিবারের সদস্যদের নামে দেশ-বিদেশে বিপুল পরিমাণ স্থাবর ও অস্থাবর সম্পদ রয়েছে। এসব সম্পদ অন্যত্র হস্তান্তর বা স্থানান্তরের চেষ্টাও চলছে বলে দুদকের দাবি।

আবেদনে আরও বলা হয়, মামলার আলামত সংরক্ষণ ও সম্পদ পাচার ঠেকাতে সামছুর রহমানের বিদেশ গমন নিষেধ এবং এনআইডি ব্লক করাই একান্ত প্রয়োজনীয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *